মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৯:৪১

ঠাকুরগাঁওয়ে ট্রিপিক্যাল সুগারবিট বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রিপিক্যাল সুগারবিট বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও থেকে:  ট্রিপিক্যাল সুগারবিট উৎপাদনে ঠাকুরগাঁওয়ে বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আঞ্চলিক ইু গবেষনা কেন্দ্রে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।


অনুষ্ঠানে আঞ্চলিক ইু গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, আখচাষি সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। পরে সুগারবিট থেকে গুড়,চিনি উৎপাদনের বিভিন্ন কৌশল দেখানো হয়।

এসময় বক্তারা বলেন, চিনি শিল্প রক্ষায় আখ চাষিরা সুগারবিট উৎপাদন করলে সময় লাগবে ৫ থেকে ৬ মাস। আর প্রতি একরে উৎপাদন হবে ৫টন সুগারবিট। যেখানে ১২ মাস আখ চাষ করে একরে উৎপাদন হতো ২ থেকে আড়াই টন আখ। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ঠাকুরগাঁও চিনিকলকে রক্ষা করা সম্ভব হবে।
২৪ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে