বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৭:৩৪

অবশেষে দায় নিয়ে ক্ষমা চাইলেন হিলারি

অবশেষে দায় নিয়ে ক্ষমা চাইলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে তুপের মুখে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন যুক্ররাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স লেডি হিলারি ক্লিনটন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা একটা ভুল ছিল। আর আমি এ জন্য খুবই দুঃখিত। তবে আমি আমার ভুলের দায়ভার বহন করছি।’

ই-মেইল প্রকাশ করার পর বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেকেই তার সমালোচনা করছেন। পরে সাংবাদিকদের তোপের মুখেই এর দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন।

ডেমোক্রেটিক পার্টির হয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিলারি ক্লিনটন।

রাষ্ট্রীয় কাজে তার ব্যক্তিগত ইমেইল ঠিকানা ব্যবহারের বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এর আগে গত সপ্তাহে দুটি সাক্ষাৎকারে তিনি ক্ষমা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত ইমেইল ঠিকানা ব্যবহারের অনুমতি রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে তিনি তার ব্যক্তিগত ইমেইল থেকে রাষ্ট্রীয় কোনো তথ্য আদান প্রদান করেছেন কীনা এবং এতে দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে কি না তা খতিয়ে দেখছে দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তবে দেশের স্বার্থ বিঘ্নিত হবে এমন কোনো মেইল আদান প্রদান করেন নি বলে দাবি করেছেন হিলারি। সূত্র: এবিসি নিউজ
০৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে