রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৫:৫০

সুদীপ বিশ্বাসের কবিতা 'শিরোনামহীন কাতরতা'

সুদীপ বিশ্বাসের কবিতা 'শিরোনামহীন কাতরতা'

দুঃখ এই শব্দটা যেন
    কাঠঠোকরার মত অবিরত
    ঠোকর দিয়ে যায় এ হৃদয়ে !

    হৃদয়ের ক্ষত হয়তো বা
    শুকিয়ে যায়,
    তবু থাকে কাতরতা !
    বাতাসের ঐ রূপকথাতে
    নেই কোন মধুরতা !!

    তবু কেন ভুলের এই সমাধিতে
    চাপা পড়ে আছে কিছু কান্না?
    ব্যথার মেঘ জমে আজ,
    হবে অকাল বন্যা!!
২৪ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে