রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১২:৩১

মাহফুজুল আলম খানের কবিতা ‘মায়ের কদম’

আকাশের ছাদ বেয়ে নামে চরাচর,
ফুলের পাঁপড়ি মাঝে বাধে তার ঘর।
ফুলেল শিশুরা যেন প্রজাপতি মন,   
ফুলে ফুলে ঘুরে ফিরে করে আহরণ।
বাতাসের কানে কানে শুনি গুঞ্জন,
ঈদ এলো বলে কিগো নাচে তনু মন!
সূর্যটা মেলে দিলো আলোর দুয়ার,
এত আলো!কাঁচ ভাঙ্গে মন-জানালার।
বিভেদের পর্দায় ধরেছে কি ঘূন!
মিলনের সুর বাজে কানে রূনঝুন।
প্রেমের দরজা খুলে দুঃখাকূল মন,
আনমনে ভুলে যায় স্মৃতির পীড়ন।

দেখো দেখো ঈদগাহে খুশির জোয়ার,
কেউ হাসে মন খুলে, কেউ বেদনার।
ঘরে ফিরে কেউ ছোঁয় মায়ের কদম,
কারো বুক ভরে আসে - কষ্টের দম।।
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে