রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৫:০৭

শিশু আকৃতির অদ্ভুত ফল!

 শিশু আকৃতির অদ্ভুত ফল!

এক্সক্লুসিভ ডেস্কঃ পৃথিবীতে প্রাকৃতিকভাবে যেসব ফুল-ফল জন্মায় তা হয়তো সব সময় আমাদের তেমনভাবে আকৃষ্ট করে না । তাই এবার চীনের এক কৃষক ফল উৎপাদনে ভিন্ন পন্থা অবলম্বন করলেন যা ফলটির আকর্ষণীয়তা নিমিষেই হাজার গুণে বৃদ্ধি পাবে একজন ক্রেতার নিকট ।

হ্যাঁ, জাও জিনজাং নামের সংগ্রামী এই কৃষক নতুন এক পন্থায় নাসপতি ফল অদ্ভুদ আকারে আবিষ্কারে সক্ষম হয়েছেন, যা দেখতে অনেকটাই বুদ্ধা আকৃতি মানুষের মত । তিনি এই ঋতুতে ১০ হাজার পর্যন্ত এই ফল উদ্ভাবন করে ব্রিটেন ও ইউরোপ মহাদেশের সমগ্র বিস্তার করাতে চান ।

ব্রিটেনে এর আগে নাসপতির চাহিদা তেমন না থাকলেও কৃষকরা জানান, আকর্ষণীয় এই আকৃতির ফলে এখন তার বিক্রির হার অনেক গুণই বৃদ্ধি পাবে ।

সাধারণত এই ফল ছোট থাকতে তা একটি শিশু আকৃতির প্লাস্টিকের ডাইস দিয়ে আঁটকে দেয়া হয়, যার ফলে নাসপতিগুলো বড় হলে সেই ডাইসের আকার ধারণ করে ।

ফলগুলো বড় হবার পর প্লাস্টিকের ওই ডাইসগুলো খুব সতর্ক অবলম্বনের সাথে খুলে ফেলা হয় । পরবর্তীতে নাসপতি ফলগুলো অবিকল শিশুর আকৃতি ধারন করে । এছাড়া এটি বুদ্ধা আকৃতির বলে এই ফলকে খুবই পবিত্র ফল হিসেবে ধরা হয় ।

গবেষকরা জানান, গত বিশ বছরের মধ্যে এমন অদ্ভুদ এবং আকর্ষণীয় ফল বাজারে এখনও আসেনি ।

২৬/১০/২০১৩/এমটিনিউজ২৪/এস.কে/এস.এম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে