সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩১:১২

ধরা পড়লো পাখির মতো মাছ!

ধরা পড়লো পাখির মতো মাছ!

রংপুর : জেলের জালে আটকা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।  মাছটি পাখির মত দেখতে।  বিরল প্রজাতির মাছটি ধরা পড়েছে জেলার বদরগঞ্জে। মাছটি বর্তমানে উপজেলা মৎস অফিসের তত্ত্বাবধানে রয়েছে।
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মণ্ডলপাড়ার রাশেদুল ইসলামের জালে ধরা পড়ে মাছটি।  কিন্তু মাছটির প্রজাতি কেউ চিনতে পারেননি।  

পরে মৎস্য অফিসে খবর দেয়া হলে মাছটিকে বিরল প্রজাতির মাছ বলে শনাক্ত করেন উপজেলা মৎস্য অফিসার রবিউল আলম পারভেজ।  

তিনি বলেন, মাছের লেজে লালচে দাগ রয়েছে।  মাছটি বাঘাইড় প্রজাতির হতে পারে বলে মনে করেন তিনি।  তবে মাছটি বর্তমানে অত্যন্ত বিরল বলে মন্তব্য করেন তিনি।  

জেলে রাশেদুল জানান, এলাকার পুইয়ামারি বিলে জাল ফেলা হলে মাছটি আটকা পড়ে।  মাছটির গায়ে শক্ত কাটার মতো আঁশ রয়েছে।  মাছটি পাখনা মেললে অনেকটা পাখির মতো দেখা যায়।  মাছটির মুখ অন্যান্য মাছের মতো নয়।  মাছটির মুখ নিচে, অনেকটা পেটের দিকে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এম.এস/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে