সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৯:০৭

১০ বছর বয়সেই ২২০ কেজি ওজনের মাছ ধরার রেকর্ড!

১০ বছর বয়সেই ২২০ কেজি ওজনের মাছ ধরার রেকর্ড!

এক্সক্লুসিভ ডেস্ক : কানাডাতে ১০ বছর বয়সী এক ছেলে বড়শি দিয়ে ২২০ কেজি ওজনের এক টুনা মাছ ধরে রেকর্ড গড়লেন। কুন নর্টন পরিবারের সাথে বেড়াতে গিয়েছিল প্রিন্স এডওয়ার্ড দ্বীপ।

সেখানে সবার সাথে সমুদ্রে মাছ ধরছিলো সে। বড় ধরনের কোন মাছ বড়শিতে ধরা পড়েছে সেটি বোঝার পর শুরু হলো যুদ্ধ।

এত ওজনের মাছটিকে টেনে আনার কাজটি ছিল ব্যাপক কষ্টের বলছিলো কুন। প্রায় এক ঘণ্টা লেগেছে সেটিকে নৌকোয় তুলতে।

৫ বছর বয়স থেকেই নাকি মাছ ধরায় পটু এই ছেলে। এখন দশ বছর বয়সেই বাজিমাত করে দিলো ২২০ কেজি ওজনের এক মাছ ধরে।

দশ বছর বয়সী কারো এত বড় মাছ ধরার রেকর্ড নেই বিশ্বে কোথাও। কুন এখন রেকর্ড বইয়ে নাম লেখানোর কথা ভাবছে।-বিবিসি
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এম.এস/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে