সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৪:২৩

বাজারে আসছে নতুন গাড়ি, চলবে ১ লিটারে ১০০ কি.মি

বাজারে আসছে নতুন গাড়ি, চলবে ১ লিটারে ১০০ কি.মি

এক্সক্লুসিভ ডেস্ক : এবার তেল ব্যবসায়ীদের মাথায় সত্যি সত্যিই হাত পড়বে। কারণ সম্প্রতি বাজারে এমন একটি গাড়ি আসতে যাচ্ছে যা কিনা মাত্র ১ লিটার পেট্রোলে চলবে ১০০ কিলোমিটার পথ! গাড়িটি আত্মপ্রকাশেই সাড়া ফেলে দিয়েছে। গাড়িটি বাজারে নিয়ে আসতে যাচ্চে ভারতীয় গাড়ি কোম্পানী টাটা। এক লাখ টাকা দামের গাড়ির পর এবার ১ লিটারে ১০০ কিমি চলবে এমন গাড়ি বাজারে নিয়ে আসতে যাচ্ছে!

সংস্থা সূত্রের খবর, মেগাপিক্সেল দেখতে আকর্ষণীয়। চালক-সহ চারজন বসতে পারবেন এবং দূষণের মাত্রাও অত্যন্ত কম হবে। ইঞ্জিন ৩২৫ সিসি-র। এক নাগাড়ে ৯০০ কিলোমিটার চলার ক্ষমতা রয়েছে এই গাড়ির। দামও রাখা হচ্ছে সাধারণের সাধ্যের মধ্যেই। ৫ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে মিলবে টাটা মেগাপিক্সেল। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর জানুয়ারিতেই বাজারে আসছে টাটা মেগাপিক্সেল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে