রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৯:০৫

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ডালমিয়া

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ডালমিয়া

স্পোর্টস ডেস্ক : মারা গেছেন ‘মেকিয়াভেলি অফ ইন্ডিয়ান ক্রিকেট’-এর জগমোহন ডালমিয়া৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।  ভারতীয় গণমাধ্যমে এ খবর জানা গেছে।

বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ বুকের বাঁদিকের ধমনীতে জমাট বাঁধা রক্ত সরানো হলেও আইসিসিইউতেই ছিলেন তিনি৷

মাঝখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানতে হলো বর্ষীয়ান এই ক্রিকেট প্রশাসককে৷ রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হৃদরোগ বিশেষজ্ঞ অনিল মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল ডালমিয়ার চিকিৎসার জন্য।  ডালমিয়ার ব্যক্তিগত ডাক্তার জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে দুর্বল ছিলেন ডালমিয়া।

হাইপার টেনশনেও ভুগছিলেন তিনি।  মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছিল তার। ‘মাস্টার অফ রিয়াল পলিটিক’ ও ‘মাস্টার অফ কামব্যাকস’ আর প্রত্যাবর্তন করতে পারলেন না জীবনের বাইশ গজে৷

জগমোহন ডালমিয়ার মৃত্যুর খবর পেয়েই রাতেই হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ডালমিয়ার শারিরিক অবস্থার অবনতির খবর পেয়ে সনর্যিা থেকেই হাসপাতালে ছিলেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে এবং যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায়।

বর্তমানে বিসিসিআই ও সিএবির যৌথ দায়িত্ব সামলাচ্ছিলেন ডালমিয়া।  এর আগে ২০০১-২০০৪ এবং ২০১৩-এ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  ২০১৫-এ শিবলাল যাদবের জায়গায় পুনরায় বিসিসিআইয়ের মগডালে বসেন তিনি৷
২০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে