রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৮:৪২

যে আমলটি করলে পাওয়া যাবে ২ হাজার কোরআন খতমের সওয়াব

যে আমলটি করলে পাওয়া যাবে ২ হাজার কোরআন খতমের সওয়াব

ইসলাম ডেস্ক: এক মিনিট সময় কি খুব বেশি সময়? নিশ্চয় না। তবুও আমরা অনেকেই এই এক মিনিট সময়ের গুরুত্ব বুঝি না এমন কি বুঝতে চাই না। আবার জীবনে চলার পথে কত সময়ই না নষ্ট করি। তার মধ্যে থেকে মাত্র প্রতিদিন এক মিনিট সময় আল্লাহ তায়ালার রাস্তায় ব্যয় করলে বছর শেষে অন্তত ২ হাজার বার পবিত্র কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে।

আমলটি আপনার সবাই জানেন। তবুও মনে করিয়ে দিচ্ছি। আল কোরআনের ছোট্ট একটি সূরার নাম সূরা-ইখলাস। এই সূরা তিনবার পাঠ করলে আল-কোরআন একবার পড়ার সওয়াব পাওয়া যায়। তাহলে একটু হিসেব করে দেখুন এই সূরাটি এক মিনিটে অন্তত ১৬ থেকে ১৮ বার নির্ভূল ভাবে পাঠ করা যায়। প্রতি দিন যদি এক মিনিট ব্যয় করে ১৮ বার সূরা-ইখলাস পাঠ করেন তাহলে এক মাসে ৫৪০ বার এই সূরা পাঠ করা যায়। অর্থ্যাৎ মাস শেষে ১৮০ থতমের সওয়াব পাওয়া যাবে। এই ভাবে যদি কেউ বছর জুড়ে এই আমলটি চালিয়ে যেতে পারে তাহলে সে বছর শেষে অনন্ত ২ হাজারেরও বেশি কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে ইনশাল্লাহ।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে