সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৪:৪২

আজ থেকে ঈদের বিশেষ নৌ সার্ভিস শুরু

আজ থেকে ঈদের বিশেষ নৌ সার্ভিস শুরু

ঢাকা : ঈদুল আযহা উপলক্ষে সরকারি নৌযান সংস্থা বিআইডব্লিউটিসি'র স্টিমার এবং বেসরকারি লঞ্চের বিশেষ সার্ভিস সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ঈদের পর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্টিমারের এবং ২ অক্টোবর পর্যন্ত লঞ্চের বিশেষ সার্ভিস অব্যাহত থাকবে। বিশেষ সার্ভিস চলাকালে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-হুলারহাট-মোড়েলগঞ্জ রুটে প্রতিদিন ২টি করে স্টিমার চলবে। বিআইডব্লিউটিসি'র জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপকূলীয় সবগুলো নৌপথে ঈদে বিশেষ সার্ভিস দেবে বিআইডব্লিউটিসি। এ সময় উপকূলীয় রুটগুলোতে নিয়মিত জাহাজের সঙ্গে অতিরিক্ত একটি করে জাহাজ চলবে বিশেষ সার্ভিসে। সোমবার প্রথম দিন ঘরমুখো যাত্রী পরিবহনে পিএস টার্ণ ঢাকা থেকে ছেড়ে বাগেরহাটের মোড়লগঞ্জ পর্যন্ত, এমভি মধুমতি পিরোজপুরের হুলারহাট পর্যন্ত এবং এমভি সেলা চাঁদপুর পর্যন্ত যাবে।

মঙ্গলবার পিএস মাহসুদ ও এমভি বাঙ্গালী, ২৩ সেপ্টেম্বর পিএস অষ্ট্রিচ ও এমভি মধুমতি, ২৪ সেপ্টেম্বর পিএস লেপচা ও এমভি বাঙ্গালী ঢাকা থেকে ছেড়ে পিরোজপুরের হুলারহাট পর্যন্ত যাবে।

এ জাহাজগুলো চাঁদপুর, বরিশাল, ঝালকাঠী ষ্টেশনে যাত্রা বিরতি করবে। ঈদের পর কর্মস্থলমুখী যাত্রীদের জন্য ২৬ সেপ্টেম্বর এমভি বাঙ্গালী ও পিএস লেপচা, ২৭ সেপ্টেম্বর পিএস মাহসুদ ও এমভি বাঙ্গালী, ২৮ সেপ্টেম্বর পিএস অষ্ট্রিচ ও এমভি বাঙ্গালী, ২৯ ডিসেম্বর পিএস লেপচা ও এমভি বাঙ্গালী এবং ৩০ সেপ্টেম্বর এমভি মধুমতি ও পিএস টার্ণ হুলারহাট থেকে ছেড়ে ঝালকাঠী-বরিশাল-চাঁদপুর হয়ে ঢাকা যাবে।

সংস্থার ৭টি বড় জাহাজের সবগুলো ঈদ সার্ভিসে সংযুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি বরিশাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম।

এদিকে ঢাকা-বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ২৮ নৌ রুটে বেসরকারি লঞ্চের বিশেষ সার্ভিসও শুরু হবে সোমবার। বিশেষ সার্ভিস চলাকালে ঈদের আগে প্রতিদিন কমপক্ষে ২০টি লঞ্চ ঢাকা থেকে বরিশাল এবং ঈদের পরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে