 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এক্সক্লুসিভ ডেস্ক : মুখে মুখে একবারে তিনবার তালাক উচ্ছারণ করলেই বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। সেই সাথে ভেঙ্গে যায় তিলে তিলে গড়া শত স্বপ্ন আর ভালোবাসা। ইসলাম ধর্মের এই নিয়মে এবার কিছুটা পরিবর্তন আনতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল' বোর্ড। তিন তালাকে বিবাহবিচ্ছেদ করলে স্বামীকে এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের টাকাটা পাবে স্ত্রী।
চলতি মাসেই উত্তরপ্রদেশের আমরোহায় একটি বৈঠক করতে চলেছে ল' বোর্ড। সেই বৈঠকে তালাক দিলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ ধার্য করার বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গিয়েছে। ল' বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালি রহমান জানান, 'শরিয়তের আইন অনুযায়ী তিন তালাক দেওয়ার প্রবণতা ও সংখ্যা কমানোর জন্য আমরা বোর্ডের সকলের মতামত চেয়েছি। মোটা অঙ্কের ক্ষতিপূরণ ধার্য করার ব্যাপারে আলোচনা চলছে।'
কমিটির আরেক সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মেহলি বলছেন, 'শরিয়ত আইন অনুযায়ী তালাক দেওয়ার ঠিক পদ্ধতি হল, প্রথম তালাক উচ্চারণের এক মাস পরে দ্বিতীয় বার উচ্চারণ করতে হবে। তারপর আবার এক মাস ব্যবধানে তৃতীয়বার। অর্থাত্ বিচ্ছেদের আগে স্বামী যাতে বারবার চিন্তা করার সুযোগ পায়। কিন্তু দেখা যাচ্ছে, বহু পুরুষের মধ্যে একবারেই তিন তালাক দিয়ে বিচ্ছেদ করার প্রবণতা বাড়ছে। এটা ঠিক নয়। এই প্রবণতা বন্ধ করতেই আমরা মোটা অঙ্কের ক্ষতিপূরণের চিন্তাভাবনা করছি।'
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে