সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৯:১৩

তোকে না ভালবেসে পারা যায় না

তোকে না ভালবেসে পারা যায় না

পাঠকই লেখক : ক্যান্সার হাসপাতালের একটি কামড়ায় একটা ছেলে এবং একটি মেয়ে দুষ্টামি করছে। সম্পর্কে ওরা স্বামী-স্ত্রী। ছেলেটির নাম আবির এবং মেয়েটির নাম পরী।
আবিরঃ তুই কি চিরদিনের জন্য আমার বন্ধু হবি?
পরীঃ না তোর শত্রু হব!
আবিরঃ তুই সবসময় এমন কেন? আমার কথার গুরুত্ব দিস না!
পরীঃ আচ্ছা গুরুত্ব দিয়েই বললাম, আমি তোর বন্ধু হব না! তোকে ছেড়ে কয়েকদিন পরেই তো চলে যেতে হবে না ফেরার দেশে। তারপর তুই আমাকে মিস করে কাঁদবি, তখন আমার খুব কষ্ট হবে।
আবিরঃ তুই কি করে ভাবলি যে আমি তোকে কষ্ট পেতে দিব? যেতে যদি হয় দুজন একসাথে যাব।

পরীঃ সবসময় পাগলামি করিস না আবির।
আবিরঃ তুই আমাকে একা ফেলে কখনো যেতে পারবি না।
পরীঃ আমাকে তো আটকে রাখতে পারবি না।
আবিরঃ পাঁকনামি বাদ দে, দুপুরের খাবার খাবি না?
পরীঃ হ্যা, এতদিন তো আমাকে খাইয়ে দিয়েছিস। আজ আমিও তোকে খাইয়ে দিব।
তারপর আবির পরীকে এবং পরী আবিরকে খাইয়ে দেয়।

আবিরঃ পরী
পরীঃ হুম বল
আবিরঃ বাসায় যাবি না?
পরীঃ হসপিটালে বেশি থেকে এটাই নিজের ঘর হয়ে গেছে কিন্তু আজ বাসায় খুব যেতে ইচ্ছে করছে।
আবিরঃ চল যাই! ডাক্তার বলেছে বাসায় যেতে পারবি।
পরীঃ হ্যাঁ, আজ বাসায় গিয়ে অনেক মজা করব।
পরী মনে মনে ভাবল যে বাসায় গিয়েই প্রথমে ওর কাজ হবে ঘর গুছানো। কিন্তু না, বাসায় সবকিছু সুন্দরভাবে গুছানো আছে।

পরীঃ আবির! তুই আবার কবে থেকে এতো গুছানো হলি?
আবিরঃ হলাম, তোকে দেখে।
পরীঃ ভাল, তোর বাসা গুছিয়ে দেয়ার চিন্তা আমার থাকলো না।
আবিরঃ এইযে ম্যাডাম, এইটা কি শুধুই আমার বাসা, আপনার বাসা না?
পরীঃ তোর আর আমার তো একই কথা। যা, ফ্রেস হয়ে নে। আমি দেখি রাতের জন্য কি রান্না করতে পারি।
আবিরঃ চল আজ বাইরে কোখাও গিয়ে ডিনার করি।
পরীঃ না। আমি আজ রান্না করব।
আবিরঃ তোকে বুঝানোর সাধ্য আমার নেই। ঠিক আছে, রান্না কর।
পরীঃ ওকে

রাতের খাবার শেষে দুজন বাইরে বসে অনেক গল্প করল। গল্প করতে করতে অতীতে ফিরে গেল দুজনে।
পরীঃ তোর মনে আছে কোন মাসের কত তারিখ আমাদের প্রথম কথা হয়েছিল?
আবিরঃ মনে হয় জানুয়ারির ৫ তারিখ।
পরীঃ কচু, সেদিন তো আমাদের প্রথম দেখা হয়েছিল।
আবিরঃ তাহলে কত তারিখ ছিল?
পরীঃ নভেম্বরের ১৮ তারিখ।
আবিরঃ বাহ। আর কি কি মনে আছে তোর?

(বাস্তবের সাথে এই গল্পের কোন মিল নেই। এর পুরোটাই কাল্পনিক। )

লেখিকা : দিলরুবা আহমেদ পরী

(চলবে..................)
বি:দ্র:  সম্পাদক দায়ী নয়
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/বিএসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে