সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৯:১৮

বিশ্বের সবচেয়ে প্রাচীন বার্তা আবিস্কার !

বিশ্বের সবচেয়ে প্রাচীন বার্তা আবিস্কার !

এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি জার্মানির আমরুমের সমুদ্র সৈকতে বিশ্বের সবচেয়ে প্রাচীন একটি বার্তা আবিষ্কৃত হয়েছে। বোতলে ভরা বার্তাটি ১০৮ বছরেরও বেশি সময় আগে বোতলে ভরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল।

গত এপ্রিলে জার্মান দ্বীপপুঞ্জের ওই সৈকতে ছুটি কাটাতে গিয়ে পোস্টাল বিভাগের সাবেক নারী কর্মী ম্যারিয়ানা উইঙ্কলার। সেখানেই তিনি বোতলে ভরা অবস্থায় একটি বার্তার সন্ধান পান।

বোতলটি ১৯০৪ বা ১৯০৬ খ্রীষ্টাব্দের দিকে নর্থ সি’তে ফেলে দেওয়া হয়। বোতলটির ভেতরে একটি পোস্টকার্ড রয়েছে।

তাতে অনুরোধ করা হয়েছে, যিনি বোতলটি পাবেন তিনি যেন বার্তাটি যুক্তরাজ্যের মেরিন বায়োলজিক্যাল এ্যাসোসিয়েশনে পাঠিয়ে দেন। সে অনুযায়ী বার্তাটি এ্যাসোসিয়েশন বরাবর পাঠিয়ে দেন ম্যারিয়ানা উইঙ্কলার।

এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোতলটি মেরিন গবেষণার জন্য ব্যবহৃত এক হাজারটি বোতলের অংশ। তবে বার্তাটি সবচেয়ে প্রাচীন কিনা এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানায়নি তারা।

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন বার্তা আবিষ্কৃত হয় ২০১৩ সালের জুলাইয়ে। ৯৯ বছর ৪৩ দিনের পুরনো বার্তা ছিল ওটি। সূত্র: পিটিআই
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে