সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৭:০৮

আজব ঘটনা, ডিম ছাড়াই মুরগির বাচ্চা!

আজব ঘটনা, ডিম ছাড়াই মুরগির বাচ্চা!

এক্সক্লুসিভ ডেস্ক : ডিম আগে না মুরগি আগে সে প্রশ্ন আদ্দিকালের। আর মুরগি যদি ছানার জন্ম দেয় তাহলে এ প্রশ্ন এক সমাধানের পথে এগোয়। তা অবাককাণ্ডও বটে!

তিন বছর আগে এমনই এক কাণ্ডই ঘটিয়েছিল শ্রীলংকার এক মুরগি। ডিম না পেড়ে মুরগিটি সরাসরি বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু বাচ্চাটি বাঁচলেও মারা গিয়েছিল মুরগীটি।

ওয়েলিমাদা এলাকায় ঘটেছে এ ঘটনা। মুরগিটি পরিপূর্ণ এবং সুস্থ-সবল বাচ্চার জন্ম দিয়েছিল। মুরগীটি কি কারণে ডিম না পেড়ে বাচ্চার জন্ম দিয়েছে এ নিয়ে সে সময়ে স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করলে আজ পর্যন্ত এর কোন সঠিক ব্যাখ্যা দিতে পারে নি বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।

সাধারণত মুরগি ডিম পাড়ার পর ২১ দিন পর্যন্ত ‘তা’ দিয়ে বা ইনকিউবেটরে রেখে বাচ্চা ফুটাতে হয়। কিন্তু এক্ষেত্রে ডিমটি ২১ দিন মুরগির পেটের ভেতরের উষ্ণতায় থেকেই বাচ্চা ফুটেছে বলে স্বাস্থ্য বিজ্ঞানীরা দাবী করেছে।
সূত্র: বিবিসি
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএএস/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে