শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৩:৫২

ঝন্টুর ‘৫২ থেকে ৭১’

ঝন্টুর ‘৫২ থেকে ৭১’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ‘৫২ থেকে ৭১’  শিরোনামে শুরু করতে যাচ্ছেন তার নতুন ছবির কাজ। ঈদের পর শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান ও ফেরদৌস।

এ সম্পর্কে ঝন্টুর বড় ছেলে সায়মন জাহান জানান, ‘আমি এই ছবির প্রধান সহযোগী পরিচালক হিসেবে কাজ করছি। বর্তমানে ছবিটির গল্পের কাজ চলছে। এরই মাঝে অমিত হাসানকে ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করেছি। ফেরদৌসের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। কিছুদিনের মধ্যে চুক্তির কাজ সম্পন্ন হবে। অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়েনি’।

ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, ‘১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলোকে উপজীব্য করে ছবির গল্প নির্মাণ হচ্ছে। এখানে দর্শক দেখতে পাবে দুইজন বন্ধুর গল্প। যার শেষদিকে এক বন্ধু মুক্তিযোদ্ধা হয় এবং অন্য বন্ধু রাজাকার’।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজেই। বর্তমানে ঝন্টু ‘এপার ওপার’ নামের একটি ছবি নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন বাপ্পি ও আঁচল।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে