শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৩:৩৩

নেত্রকোনায় দোকানে ঢুকে পড়ে বাস, নিহত ১

নেত্রকোনায় দোকানে ঢুকে পড়ে বাস, নিহত ১

নেত্রকোনা : নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের এক দোকানে ঢুকে পড়লে মারা যান এক ব্যক্তি।   শনিবার দুপুরে সদর উপজেলার ঢাকা- নেত্রকোনা মহাসড়কের বাঘড়া নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
 
হজ যাত্রীবাহী ঢাকাগামী শাহজালাল (র.) এক্সপ্রেস বাসটির নিচে পড়ে নিহত টিটন মিয়া (২২) ওই বাসেরই হেলপার ছিলেন।  তার বাড়ি সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী গ্রামে।
 
স্থানীয়রা জানান, নেত্রকোনা জেলা শহরের পারলা আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে হজযাত্রী নিয়ে দুপুরে শাহজালাল (র.) এক্সপ্রেস বাসটি ঢাকা যাচ্ছিল। সদর উপজেলার বাঘড়া মাদ্রাসার কাছে পৌঁছলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দোকানে ঢুকে পড়ে।
 
এ সময় হেলপার নামতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে নিহত হন।  দোকানে থাকা কয়েকজন ও বাসযাত্রীসহ অন্তত ১০জন আহত হন।  পুলিশ ও দমকল বাহিনীর লোকজন লাশ ও আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
 
নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মাছুদুল আলম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একজন নিহত হয়।  আহত হয় দোকানে থাকা কয়েকজন ও বাসযাত্রীসহ অন্তত ১০জন।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে