শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৫:০৪

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে বিক্ষোভ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে বিক্ষোভ

বরিশাল : মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে বরিশালে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা।  শনিবার দুপুরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।

সংবাদ সম্মেলনে রহিত খান নামে এক শিক্ষার্থী লিখিত বক্তব্যে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৮৫ হাজার ছাত্রছাত্রী।  কিন্তু শুক্রবার পরীক্ষায় অংশগ্রহণের পর জানা গেল, এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে।  প্রশ্নপত্রসহ র‌্যাবের হাতে জড়িত কয়েকজন আটক হয়েছেন।  আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালকসহ কয়েকজন জড়িত।

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একইসঙ্গে আন্দোলনকারী ভর্তিচ্ছুরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার জোর দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে পরীক্ষার্থীরা বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন।  মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
১৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে