রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩২:১৬

কালিহাতি ট্রাজেডি : আসামি ৯শ’ গ্রামবাসী, পুলিশ প্রত্যাহার

 কালিহাতি ট্রাজেডি :  আসামি ৯শ’ গ্রামবাসী, পুলিশ প্রত্যাহার

ঢাকা : টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের মামলার বিচারপ্রার্থী এলাকাবাসীর উপর পুলিশ গুলি ছোড়লে নিহত হন তিনজন। এ ঘটনায় গুলি চালানো সাতজন পুলিশ সদস্যকে চিহ্নিত করে থানা থেকে প্রত্যাহারও করা হয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তার সংস্কৃতি বদলায়নি। পুলিশের উপর হামলার অভিযোগ এনে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে কালিহাতী ও ঘাটাইল থানায় এ মামলা দুটি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

পুলিশের উপর হামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।

কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এসআই মোশারফ হোসেন বাদী হয়ে সকালে তাদের থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

একই অভিযোগে ঘাটাইল থানার এসআই মনসুব আলী অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তাদের থানায় একটি মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মুখলেছুর রহমান জানান।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে