রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৮:২৫

সিরিয়ায় আসাদের রক্ষায় যুদ্ধ নামছে রাশিয়া!

সিরিয়ায় আসাদের রক্ষায় যুদ্ধ নামছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে রক্ষায় আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামছে রাশিয়া। দেশটি জানিয়েছে, যৌথ সামরিক অভিযান চালানোর সিরীয় প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আইএসের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালানোর সিরীয় প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেলে মস্কো এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারে। দ্বিপাক্ষিক চুক্তির আলোকে এ বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। কেবল সম্ভাবনার ভিত্তিতে আলোচনা করা কঠিন বলে পেসকভ উল্লেখ করেছেন।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম বলেছেন, তার দেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসের ফলে সৃষ্ট সংকট জোরদার হয়ে উঠলে দামেস্ক রুশ সেনা মোতায়েনের আহ্বান জানাবে মস্কোকে।

তিনি বলেন, ‘সিরিয়ার রণাঙ্গনে কোনো রুশ সেনা আমাদের সঙ্গে যৌথ অভিযানে শরিক হয়নি, তবে আমরা যদি তাদের অংশগ্রহণের প্রয়োজন অনুভব করি তাহলে আমরা তা খতিয়ে দেখব এবং এ ব্যাপারে আহ্বান জানাব।’ সূত্র: রেডিও তেহরান
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে