রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৮:১৯

‘মেসি-রোনালদো অন্য গ্রহের দুই ফুটবলার’

‘মেসি-রোনালদো অন্য গ্রহের দুই ফুটবলার’

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের উঠতি তারকাদের আধিপত্যে অনেকটা ম্লান হয়ে গেছে রোনালদিনহো-কাকার মতো বিশ্ব কাঁপানো ফুটবলাররা। নেইমারদের মতো তারকারদের জাদুকরি খেলায় অনেকে ভুলতে বসেছে সাবেকদের রের্কট সমূহ। যেমন ২০০৭ সালে কাকা যে ডি ব্যালেন পুরস্কারটা জিতেছিলেন সেটি অনেকের কাছেই মনে হয় দূরের স্মৃতি।

২০০৭ সালে এসি মিলানের চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কাকা। দুর্দান্ত খেলার করিশমায় মেসি ও রোনালদোকে হারিয়ে ওই বছরের ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

ওটাই ছিল তার শেষ বড় ধরণের কোন প্রাপ্তি। এর পর থেকেই চলছে মেসি-রোনালদোর দ্বৈত শাসন। কাকাও তাতে মুগ্ধ। সম্প্রতি মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কথা বলেছেন ব্যালন ডি’অর-সতীর্থদের নিয়ে, ‘এই অসাধারণ খেলোয়াড়দের পাশে একসঙ্গে থাকতে পেরে অনেক গর্ববোধ করছি। মেসি ও রোনালদোর আগে সর্বশেষ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতেছি বলেও।’

সবশেষে মজা করে কাকা বললেন, ‘বলতে পারেন, আমিই এই গ্রহে জন্ম নেওয়া সর্বশেষ ব্যালন
ডি’অর জয়ী।’ অন্য অনেকের মতো কাকার চোখেও তাহলে আর্জেন্টাইন ও পর্তুগিজ তারকা অন্য গ্রহের দুই ফুটবলার! সূত্র- গোলডটকম
২০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে