রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৬:৪৬

বাঁচা-মরার ম্যাচে ২৯৮ রানের টার্গেটে নামবে বাংলাদেশ

 বাঁচা-মরার ম্যাচে ২৯৮ রানের টার্গেটে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত 'এ' দল ২৯৭ রানের শক্তিশালী ভীত গড়েছে। তার জবাবে বিরতির পর ২৯১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ 'এ' দল।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত 'এ' দলের সাথে বাংলাদেশ 'এ' দলের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজ নির্ধারণী ম্যাচে দিনের শুরুতে টস পেয়ে ব্যাটিংয়ের স্বিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশ দলের পেসার শফিউলের আঘাতে ভারত দলে কিছুটা চিড় ধরলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ভারত ‘এ’ দল। খেলার শুরুতে ৮ বলে চার রান করে সাইফুলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ভারতীয় ওপেনার এ্যাগারওয়াল। এরপর শতক করা রায়নাকে ফেরান নাসির হোসেন এবং গুরকিরাত সিংকে সাজঘরে ফেরান শফিউল।

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। ফলে আজকের ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দল দুটি।
২০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে