রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫১:২৪

আহমেদকে যেভাবে চমকে দিল মাইক্রোসফট

আহমেদকে যেভাবে চমকে দিল মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলোচিত মুসলিম বালক আহমেদকে এবার চমকে দিয়েছে মাইক্রোসফটও।

স্থানীয় সময় শুক্রবার মাইক্রোসফট তার কাছে একগাদা প্রযুক্তি পণ্যে প্যাকেজ উপহার পৌঁছে দেয়।

এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন ডালাস কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক আলিয়া সেলিম। এখন পর্যন্ত আহমেদ যে কয়টি সাক্ষাৎকার দিয়েছে, তার সবকটিতেই উপস্থিত ছিলেন তিনি।

মাইক্রোসফটের দেওয়া উপহারের তালিকায় আছে সারফেস প্রো ৩ ট্যাব, মাইক্রোসফট ব্যান্ড, অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন, থ্রিডি প্রিন্টারসহ আরো অনেক কিছু।

প্রসঙ্গত, নিজের তৈরি ঘড়ি নিয়ে স্কুলে যাওয়ার পর সেটিকে বোমা মনে করে আহমেদকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে আসল ঘটনা জানতে পেরে পুলিশ তাকে মুক্তি দেয়। তবে তাকে গ্রেফতারের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার কর্মের প্রশংসা করেন এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

শুধু ওবামাই নন, ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ থেকে শুরু করে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রতিষ্ঠান থেকেও তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়।

আর সর্বশেষ এই বালকের পাশে এসে সহমর্মিতা দেখাল প্রযুক্তির জায়ান্ট মাইক্রোসফট।
২৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে