রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:৪৭

হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের সচিব অবরুদ্ধ

হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের সচিব অবরুদ্ধ

ঢাকা : ভিসা ও টিকিট না পাওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে অবরুদ্ধ করে রেখেছেন কয়েকশ’ হজযাত্রী।

রোববার দুপুর থেকে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্পে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হজক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের কক্ষে আসেন বাবুল হাসান।  এ সময় হজবঞ্চিতরা তাদের দুজনকেই অবরুদ্ধ করে রাখে।

কক্ষের বাইরে অবস্থানরত হজযাত্রীরা হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি জানান।

আজই পবিত্র হজের শেষ ফ্লাইট রয়েছে।  ভিসা ও টিকিট জটিলতায় এবার
কয়েকশ’ ব্যক্তি হজে যেতে পারেননি।
২০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে