রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৪:১৬

অবাধ্য ছাত্রীদের নতুন শাস্তির বিধান চীনা বিশ্ববিদ্যালয়ে

অবাধ্য ছাত্রীদের নতুন শাস্তির বিধান চীনা বিশ্ববিদ্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক: চীনে অবাধ্য ছাত্র-ছাত্রীদের জন্য নতুন শাস্তির বিধান চালু করাহলো। চীনের দক্ষিন হুনান প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে অবাধ্য ছাত্রীদের জন্য এই নয়া শাস্তির বিধান চালু করলো। শাস্তি হলো তীব্র গরমে কম্বল চাপিয়ে রোদরের মধ্যে শুইয়ে রাখা হল ছাত্রীদের। চাংগসার কলেজ অফ ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে ২০ জন ছাত্রীকে খেলার মাঠে প্রচন্ড গরমের মধ্যে গায়ে কম্বল চাপিয়ে শুইয়ে রাখাল। তাদের দোষ হলো, স্কুলের বাধ্যতামূলক মিলিটরি প্রশিক্ষণ শিবিরে তারা যোগ দিতে চাননি তাই।

অভিভাবকদের সমালোচনার মুখে পড়েও বিশ্ববিদ্যালয় সূত্রে এই শাস্তিকে মোটেও ‘অমবানবিক’ বলতে রাজি নয়। তাদের দাবি, মাত্র ৫ মিনিটের জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল। পাশাপাশি আবহাওয়াও খুব একটা প্রতিকূল ছিল না বলে এক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও ছাত্রীদের এই শাস্তি দাঁড়িয়ে দেখেছে অন্তত ২০০০ জন পড়ুয়া- সে কথা স্বীকার করে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে