রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৯:২৮

দোয়া বৃথা যায় না

দোয়া বৃথা যায় না

পাঠক ডেস্কঃ সেলুনে বসে আছি। ইজি চেয়ারে এমনভাবে বসে ছিলাম যেন মার্কিন অপারেশন্স রুমের এক জেনারেল । চুল কাটার অপেক্ষায় আছি ।
এমন সময় এক ভিখারানী দোকানে ঢুকলো। সবার
কাছে ভিক্ষা চাইতে চাইতে বলল " আল্লাহ
আপনেগো বালা মসিবত দূর করবো " ।

কথাটা শুনে মনে মনে একটা মুচকি হাসি দিলাম । চোখের সামনে ভেসে উঠল এক বছর আগেরকার কাহিনী।

গণিত পরীক্ষা দিকে স্কুলে যাচ্ছিলাম। যাবার পথে দেখলাম এক বৃদ্ধ ভিক্ষা করছেন। খারাপ লাগলো। পকেটে মায়ের দেয়া 10 টাকা ছিলো যেন কিছু খাই। সেটা দিয়ে বললাম "
কাকা দোয়া করবেন, পরীক্ষা" ।

দ্য মিরাকল ইজ সেই টার্মে শুধু গণিতেই ফেল করলাম আর কিছুতেই না।

ভিক্ষুকটির ভিক্ষা নেয়া শেষ। যা পেয়েছে তাই
নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম " দাঁড়ান
খালাম্মা" ,উনি পেছন ফিরে চাইতেই এক বছর আগের সেই স্টাইলে পকেট হতে দশ টাকা বের করে দিলাম । তিনি খুব খুশি হয়ে দোয়া করলেন এবং চলে গেলেন।

মনে আছে, বার্ষিক ফলাফলে হেডমাস্টার সকল এক সাবজেক্ট ফেলারদের প্রমোশন দিয়েছিলেন।

মানুষের দোয়া বৃথা যায় না। যে কোনভাবেই হোক এটি কাজে লাগে৷

লেখকঃ Shakil Azad Akash

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে