রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৭:১১

নাজমুল ইসলামের কবিতা 'সাদা কাক'

নাজমুল ইসলামের কবিতা 'সাদা কাক'

স্রস্টার শৃঙ্খলে আবদ্ধ ইমারত

অস্তিত্বের খোজে হয়ে যাব ছায়াহীন।

ভিজিয়ে হৃদয়ের বাম প্রকোষ্ঠ,

অতঃপর নীলিমার শেষপ্রান্তে গোধুলির শেষ চুম্বন।

তাকাতেই দেখি বেলা শেষ!

আবিরাম ছুটে চলা সময়ের কড়া স্রোত,

কর্তব্যকর্মহীন অতীত শঙ্কাময় আসন্ন দিনলিপি।

দেখব কোন এক বর্ষায় উড়ে যেতে আত্মা,

পড়ে রবে এক সটান সাদা কাক।
(সম্পাদক দায়ী নয়)  
২৩ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে