রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৩:১৯

৫০০ টাকা উপহার!

৫০০ টাকা উপহার!

আজ বড় বোনকে এগিয়ে দিয়ে আসলাম। শ্বশুর বাড়ি যাচ্ছে। ব্যাগ থেকে ৫০০ টাকা বের করতেই নিয়ে নিলাম।

সত্যি কথা বলতে কি, এত বড় হইছি। নিজে যথেষ্ট পরিমাণ কামাই করি তবু আপুর কাছ থেকে টাকা নিতে ভালোই লাগে! আসলে মনে হয় এটা ছোট ভাই হিসেবে বড় বোনের কাছে আমার টাকা পাবার অধিকার।

সেই ছোটবেলা নিজের আইসক্রিমটা খেয়ে আপার আইসক্রিমের অর্ধেকটা খেয়ে ফেলেছি। সব সময় আপু কোনো খাবার নিজে না খেয়ে আমাকে দিত। এতেই মনে হয় ও খুব খুশি হতো।

হাইস্কুলে ওঠার পরও আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিত। ঈদের সকালে গোসল করিয়ে নতুন কাপড় পরতে বলত। নিজের হাত খরচের টাকা দিয়ে আমার জন্য মজার মজার খাবার নিয়ে আসত। আর একটু কথা না শুনলে অনেক বেশি বকাঝকা করত।

এখন এত বড় হইছি তারপরও আপু যাওয়ার সময় হাতে টাকা দিয়ে যায়। মনে করে এখনও আমি নাকি সেই ছোট্ট খোকা!

মূলত মধ্যবিত্ত পরিবারে পারিবারিক রিলেশনটা হয় দারুণ। যাদের বড় বোন নেই তারা এমন একটা ভালোবাসা মিস করেছেন,
যে ভালোবাসাতে আছে শাসন, বারণ, বকুনি, ঝগড়া, হাসি-কান্না, আদর । আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় ৫০০ টাকা উপহার!

লেখকঃ রনি হোসেন ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে