রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৭:১৫

হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্র !

হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্র !

ইদানীং ফেসবুকে খেয়াল করছি হাজার পোলাপাইন, আর অনেক পেজ বাংলা চলচ্চিত্র আর অনন্ত জলিলকে পচাইতে উঠে পড়ে লাগছে !

আমাদের এই চলচ্চিত্রের এই খারাপ অবস্থাতেও একেবারে যে ভাল ছবি হয়নি তা বলা যাবে না । মাটির ময়না হয়েছে, আমার বন্ধু রাশেদ, লাল টিপ, গেরিলা, চোরাবালি, টেলিভিশন । এর মধ্যে কয়টা ছবি আমি আপনি দেখেছি?

অথছ ইন্ডিয়ার "কান্দি পো পো দেখিনাই এমন মানুষ কমই আছে...

কি করবে প্রডিউসাররা? আমরা যদি তাদের ফ্লিম না দেখি ! এরচেয়ে ভালো কি আশা করতে পারেন?

বড় বাজেটের ২, ১ টা ছবি নির্মাণের পর তেমন কোনো সাড়া না পাওয়ায় যখন সবাই বড় বাজেট থেকে মুখ ফিরিয়ে নিলো, তখন অনন্ত জলিলই বাংলা চলচ্চিত্রে কোটি কোটি টাকা ইনভেস্ট করার দুঃসাহস দেখিয়েছিলেন...

অনন্ত জলিল কিছু পরিবর্তন আনতে পেরেছিলেন বাংলা চলচ্চিত্রে তা অস্বীকার করার কিছু নেই । একদিনে তো তিনি আর হলিউড এর ছবি বানাতে পারবেন না!

কিছু করতে পারুন আর না পারুন চলচ্চিত্রের কলাকুশলী মানুষগুলোকে তো কিছু সময়ের জন্য হলেও ব্যস্ত থাকতে সাহায্য করেছে!

এভাবে ডিংকা চিকা ডিংকা চিকা! আর কেন্দি পো পো! করতে করতে অনেক সমালোচনা করা যায় ।

একসময় আমদের চলচ্চিত্রেরও সুবর্ণ যুগ ছিল । ওটা আমরাই ধ্বংস করেছি এবং আমরাই পারি সেই চলচ্চিত্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে।
লেখকঃ শাহিন আলম ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে