রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৪:৩২

মাদক ও নেশাদ্রব্য বস্তু পানকারীর শাস্তি

মাদক ও নেশাদ্রব্য বস্তু পানকারীর শাস্তি

ইসলাম ডেস্ক : রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, ‘আমার মহাসম্মানিত ও মহিমান্বিত প্রতিপালক বলেন, আমার ইজ্জতের কসম! আমার বান্দাদের মধ্য থেকে যে কেউ মাদকদ্রব্য এক ফোঁটাও পান করবে, আমি তাকে সে পরিমাণ পুঁজ পান করাবো এবং যে বান্দা আমার ভয়ে মদপান পরিত্যাগ করবে আমি তাকে পূত-পবিত্র ঝরনা থেকে সুপেয় পানীয় পান করাব। (আহমদ)

মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, রাসূলে করিম (সা.) ইরশাদ করেন, আল্লাহ্ তা’য়ালা নিজ জিম্মাদারীতে অঙ্গীকার করেছেন, যে কেউ নেশাগ্রস্ত বস্তু পান করবে কিয়ামতের দিন তাকে অবশ্যই ‘তীনাতুল খাবাল’ পান করানো হবে।

সাহাবা-ই-কিরাম আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! ‘তীনাতুল খাবাল কী জিনিস? ইরশাদ করলেন, জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের দেহের নিংড়ানো দুর্গন্ধযুক্ত পানীয়। (মিশকাত)

হযরত আবূ মূসা আশ‘আরী (রা.) থেকে বর্ণিত অছে, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি মদপানে অভ্যস্ত ছিল এবং সেই অবস্থায়  ইন্তেকাল করেছে আল্লাহ্ তা’য়ালা তাকে নাহরুল গওতা থেকে পান করাবেন।

আরজ করা হলো নাহরুল গওতা কি জিনিস? ইরশাদ হলো, এমন একটি ঝরনা, যা ব্যভিচারীদের লজ্জাস্থান থেকে প্রবাহিত হবে। (আহমদ ও ইবনে হাব্বান)

১৬ মার্চ ২০১৪/এমটিনিউজ২৪/এমআর/আর/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে