রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৭:৩২

নাজমুল ইসলামের কবিতা ‘তুমি নেই’

নাজমুল ইসলামের কবিতা ‘তুমি নেই’

আমি যেদিন দেখেছি

দুর্গম পাহাড়ে সঙ্গীহীন একাকি

ভাবনায় মগ্ন শান্ত ডানামেলা সুখপাখি,

সেদিন হতবাক হয়নি আমি,

কিংবা ফেলিনি বিস্ময়ে নিশ্বাস একটুও,

তবু সে আমার জীর্ণ বুকে একটুকরো শান্তির পরশ,

আমি তার বুকে ঝরাপাতা অবহেলার রংতুলি।

আমি বেসুরা গলায় তুলেছি যে সুর,
সে বুঝতে চাইনি,

তবু আমি চাইনি হতে তার মত নিষ্ঠুর মহাজ্ঞানী।

সে হারালো এমন আধারে,

যে ঐ পাহাড়ের গায়ে তার নামগন্ধ নেই।

অথচ কথা ছিল পাব তাকে হাত বাড়ালেই।

অসময়ে সন্ধ্যা জীবনকে দিতে চায় বদলে।

এখনও দেখি ডাকপিয়ন ছোটে হাতে নিয়ে কথার থলে।

গন্তব্যহীন তার পথচলা ,

পোস্টঅফিস টা আজ সেথা নেই।

অবাক লাগে ভাবতেই,

আজ শুধু স্মৃতি আছে তুমি নেই।

৬ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে