রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৩:১২

ম্যান্ডেলারা বারবার জন্মায় না কেন

ম্যান্ডেলারা বারবার জন্মায় না কেন

ক্লাসে এক আপুকে স্যার জিজ্ঞেস করলেন, 'বিয়ের ক্ষেত্রে কি কি বিবেচনা করেছিলেন?'

আপু উত্তরে বললেন,

১. ছেলে কি করে এবং কত উপার্জন করে।

২. ছেলের পরিবারে কে কে আছেন।

৩. ছেলের বাড়ি আছে কিনা।

৪. ছেলের গাড়ি আছে কিনা।

৫. ছেলের পারিবারিক সম্পত্তি কত।

এই কয়টা বিষয়...!

আমি অবাক হয়ে দেখলাম আপু একটাবারের জন্যও বললেন না যে, ছেলেটা কেমন, মন-মানসিকতা কেমন বা তার ব্যক্তিত্ব কতটা আকর্ষিক। ছেলে যেমনই হোক, টাকা থাকলেই হলো !

আমি আস্তে করে এক বড় ভাইকে প্রশ্ন করলাম, 'ভাই আপনি কি দেখছিলেন বিয়ে করার সময়?'

ভাই এইতো তেমন কিছুই না। 'মেয়ে দেখতে কেমন? গায়ের রং কেমন? ফর্সা কিনা ! ব্যাস এতোটুকুই...!'

আমি দুষ্টামি করে বললাম, 'তাহলে তো আপনি ভাগ্যবান যে আপনার সাথে কোন শ্বেত ভাল্লুকের পরিচয় ছিল না। থাকলে তো তাকেই বিয়ে করে বসতেন।'

হা.. হা.. হা..। এই বড় ভাই তার ব্যক্তিগত জীবনে খুবই ভালো একজন মানুষ, তার ব্যক্তিত্ব মুগ্ধ হবার মতো। আমি তাকে অনেক বেশি পছন্দ করি। কিন্তু তিনিও এই রঙ্গের খেলার উর্ধে যেতে পারেননি।

এই সমস্যাটা উনার না। এই সমস্যা আমাদের সবার। আমরা সচেতন মনে বর্ণবাদের বিরুদ্ধে হলেও অবচেতন মনে কমবেশি বর্ণবাদী।

বিয়ের ক্ষেত্রে গায়ের রঙই যেন মেইন ফ্যাক্টর...! আজকের পৃথিবীতেও সর্বাধিক বিক্রিত প্রসাধনী হলো ফেয়ার এন্ড লাভলী ।

গায়ের রং একটু সাদা করার জন্য কতো মানুষ যে ঘষে ঘষে মুখের চামড়া ছিলে ফেলেছেন তার কোন হিসাব নাই। পৃথিবীর ইতিহাসে কত নারী যে গায়ের রং কালো হবার কারণে আত্মহত্যা করেছে তাও হয়তো গুনে শেষ করা যাবে না।

একজন নেলসন ম্যান্ডেলা তার জীবন বিলিয়ে দিলেন কালোদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আমাদের আরও অনেক নেলসন ম্যান্ডেলা প্রয়োজন বর্ণ নির্বিশেষে সামাজিক মর্যাদা ফিরিয়ে দেয়ার জন্য।

ম্যান্ডেলারা বারবার জন্মায় না কেন...!

লেখক : জামান সানি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে