রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৬:০১

মাহফুজুল আলম খানের কবিতা ‘শহর সওদাগর’

মাহফুজুল আলম খানের কবিতা ‘শহর সওদাগর’

বান ধরেছে বান,
বানের তোড়ে ডুববে নাকি
চাটগাঁ শহরখান?    

খালের পানি নেইকো খালে  
বিলের পানি বিলে,       
উপচে গিয়ে শহরতলী-            
জল থৈ থৈ ঝিলে।  

করব কোথায় বাস?
ঘরের মেঝেয় টেংরা,পুটি
খেলছে বসে তাস!

কর্ণফুলি মুচকি হাসে
ছড়িয়ে দু'খান পা,
গর্জে বলে "করবে ভরাট?
এলিয়ে দেব গা"।

উপর তলার 'বস'
উপর তলায় বসে চাটেন
গোলাপ জামুন রস।

আমরা বসে নিচের তলে  
চোখের জলে, বানের জলে
দুঃখে একাকার,
দিন আনে দিন,খায় যে যারা  
সন্ধ্যা-সকাল অন্ন হারা,
যায় কি আসে কার?  

শহর সওদাগর,  
শহর বেচে পকেট ভরেন
রাস্তাতে নয়,হাওয়ায় চড়েন
আয়েশ জীবনভর।।
২৬ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে