রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২০:৪২

ভাসমান মসজিদ

ভাসমান মসজিদ

ইসলাম ডেস্ক : বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হল জেদ্দার ভাসমান মসজিদটি। শুভ্র সাদার জন্য একে শ্বেত মসজিদও বলা হয়। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় এই অনিন্দসুন্দর মসজিদটি অবস্থিত।

মুসলমানদের পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দা। এই নগরীতে আধুনিকতা ও প্রাচীনতা চমৎকারভাবে মিশে আছে। অনেক ভবনেই রাজসিক নক্সার উপস্থিতি পাওয়া যায়। এমন এক নগরীতে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারাটা কম কথা নয়। ভাসমান মসজিদ সেটা করতে পেরেছে। এই নগরীতে কেউ গেলে একবারের জন্য এই মসজিদ না দেখে এলে তার জন্য আফসোস রয়ে যাবে সারা জীবন।

জেদ্দায় লোহিত সাগরের উপকূলে মসজিদটি বানানো হয়েছে। সাগরের বুকে এমনভাবে মসজিদটি বানানো হয়েছে যে মনে হবে এটি সাগরে ভাসছে। সূত্র : ওয়েবসাইট।

২৫ জুলাই ২০১৪/এমটিনিউজ২৪/ইমো/আইএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে