রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২২:০৯

ভয়ঙ্কর সাপের দ্বীপ!

 ভয়ঙ্কর সাপের দ্বীপ!

এক্সক্লুসিভ ডেস্কঃ পৃথিবীতে এমন সব নতুন জায়গার সাথে পরিচিত হতে ভালোই লাগে যেখানে মানুষের কোন আনাগোনা নেই। তবে ব্রাজিলের 'ইহা ডি কুইমাডা গ্রান্ডি' দ্বীপে মানুষের কোন দখল না থাকলেও দ্বীপটি দখল করে রেখেছে ভয়ংকর সব সাপেরা।


ব্রাজিলের ঠিক উপকূল এলাকা থেকে ৯০ কিলোমিটার দূরের এই দ্বীপটিতে এত বেশি সাপের বাস যে, মাটিতে পা ফেলার জায়গা পাওয়াটাও দুষ্কর।


তার ওপর সাপ গুলোও খুব বিষধর। এক ছোবলেই সেগুলো যে পরিমাণ বিষ উগড়ে দেয় সঙ্গে সঙ্গে মরে যেতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষ।


গোল্ডেন ল্যান্সহেড নামের এক প্রজাতির সাপের বংশবৃদ্ধির হারও খুব বেশি। একটি সাপ একবারেই বাচ্চার জন্ম দিতে পারে প্রায় ৫০টি।

 

তবে আপনি অবাক হবেন যে সাপগুলোর প্রধান খাবার শুধুমাত্র উড়ে আসা সামুদ্রিক পাখি। উড়তে উড়তে ক্লান্ত পাখিদেরই খেয়ে বেঁচে থাকে তারা।

 

দ্বীপে মনুষ্য বসতি নেই, পর্যটকদেরও যাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু গবেষণার জন্য অনুমতি নিয়ে যেতে পারেন বিজ্ঞানীরা।

 ০১/১০/২০১৩/এমটিনিউজ২৪/জে.এফ/এস.এম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে