রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৪:১৪

পৃথিবীর সব বাবাই অসাধারণ !

পৃথিবীর সব বাবাই অসাধারণ !

একজন বাবার সবচাইতে খুশির মুহুর্ত কোনটি ?
যখন মানুষ তাকে তার নিজের নামে যট্টুক চেনে, তার চাইতে বেশি চেনে তার সন্তানের নামে।

একজন বাবা কখন সবচাইতে বেশি খুশি হন?
যখন লোকমুখে শুনতে পান, 'ওই যে যাচ্ছে ওমুকের বাবা, ওনার ছেলেটা/মেয়েটা অসম্ভব ভদ্র, রাস্তায় দেখলে সালাম ছাড়া কথাই বলে না! খুব ভালো শিক্ষা দিয়েছেন উনি ওনার বাচ্চাকে!'

একজন বাবার চোখে কখন পানি ঝিলিক দিয়ে ওঠে?

- যখন তার বাচ্চা অনেক বেতনের চাকরী পায়?

মোটেই না!

তার চোখে তখন পানি ঝিলিক দিয়ে ওঠে যখন তার চাকরী পাওয়া বাচ্চাটা লোকের কাছে শুকরিয়া করে বেড়ায়, 'আজ আমি যা করতে পেরেছি সব আমার বাবার জন্যে !' এবং তিনি সেটা আড়াল থেকে শুনে ফেলেন!

একজন বাবা কখন সবচেয়ে গর্বিত হন?
যখন তার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়?
অথবা তার বাচ্চা ডাক্তার হয়?
অথবা তার বাচ্চা বিশাল চাকুরীজীবি হয়?
অথবা তার বাচ্চা ক্লাসে ফার্স্ট হয়?

মোটেই না!

একজন বাবা সবচেয়ে গর্বিত হন
যখন তার এত্তো বড় হয়ে যাওয়া বাচ্চাটা এখনো তার পায়ের কাছে বসে আদর করে বাবা বলে ডেকে ওঠে! যখন তার এত্তো বড় হয়ে যাওয়া বাচ্চাটা বাসা থেকে বের হওয়ার সময় বলে ওঠে, আব্বা যাই!
যখন তার এত্তো বড় হয়ে যাওয়া বাচ্চাটা গন্তব্যে পৌঁছে ফোনে জানায়, আব্বু আমি চলে আসছি!

ঘোর বিপদেও যে মানুষটি তার বাচ্চার বিপদ নিজ কাঁধে তুলে নেন তিনি আর কেউ নন, তিনি বাবা!
আমরা তাকে নিয়ে ভাবি আর না ভাবি! বাবা এখানে থাকেন, দূরে থাকেন কিংবা পরপারে থাকেন, তিনি তার বাচ্চার পাশেই থাকেন।

মা যদি একটি বাচ্চার আশ্রয় হন, বাবা হলেন সেই বাচ্চার সাহস।

পৃথিবীর সব বাবাই অসাধারণ !

লেখক: ফয়সাল হায়দার ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে