রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৭:১৯

একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে !

একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে !

একুশ বছরের জীবনে মোটামুটি সব শ্রেণীর মানুষের সাথে মেলামেশা হয়েছে । তার মধ্যে বিশ্লেষণ করে দেখলাম, মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোর জীবন রোমাঞ্চকর।

আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। মাসের ২০ তারিখ কাগজে ভর্তি মোটা মানিব্যাগে আছে আর ১৯৩ টাকা। সে জানে কিভাবে অনায়াসে বাকি ১৩ বা ১৪ দিন চালানো যায়।

সে তপ্ত রোদের মধ্যে ঘামে ভেজা শার্ট পরে হাঁটতে পারে। কারণ তার ভালো করেই জানা ২০ টাকা রিক্সা ভাড়ার মূল্য কতো।

সে রাস্তার পাশের টং এর বাসি বন রুটি আর পানসে চা খেতে পছন্দ করে। পৃথিবীর সহজলভ্য খাবার এটি।

মোবাইলে ২ টাকা নিয়ে চলতে পারে ৫ থেকে ১০ দিন। ২ টাকা মাকে মিসকল দেয়ার জন্য। মাঝেমধ্যে মায়ের আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই।

সে ঘুম থেকে দুপুর ১ টায় উঠে যাতে সকালের নাস্তা খেতে না হয়। তাই বলে ভাববেন না আমরা অভাবে নিমজ্জিত।

আমরা যেমন কেএফসি-তে খেতে পারি ঠিক তেমনি রাস্তার পাশের সস্তা হোটেলেও খেতে পারি। আমাদের সীমাবদ্ধতা নেই।

আমরা জীবন নামক পার্থিব জিনিসটাকে খুব কাছ থেকে দেখতে পারি, উপভোগ করতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি।

লেখক: ফয়সাল আহমেদ ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে