রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৪৬

ফ্রান্সে বেড়েছে ইসলামি বই বিক্রি

ফ্রান্সে বেড়েছে ইসলামি বই বিক্রি

নিউজ ডেস্ক: গত জানুয়ারিতে রাজধানী প্যারিসে হামলার পর ফ্রান্সে ইসলামী বইয়ের বিক্রি ব্যাপক হারে বেড়েছে। যা গত বছরের এই সময়ের তুলনায় তিনগুণ বেশি। ফ্রান্স ন্যাশনাল ইউনিয়ন অব বুকসপস একথা জানিয়েছে।

জানুয়ারিতে এক ইসলামপন্থী বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়। এর আগেই ব্যঙ্গ সাময়িকী শারলি এবদোতে অস্ত্রধারীদের হামলায় ১২ জন নিহত হয়। ওই ঘটনার পর থেকেই সেখানে ইসলামী বই বিক্রি বেড়েছে।

ইসলাম নিয়ে শিক্ষিত মহলেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার কোরআন স্টাডি চেয়ারের উদ্বোধন করে প্যারিসে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ডি ফ্রান্স।

ইসলাম নিয়ে ফ্রান্সের সাময়িকী ‘ফিলোসফি’র সম্প্রতি প্রকাশিত একটি সংখ্যা “োরছে বিক্রি হয়েছে। সাময়িকীর পরিচালক ফ্যাব্রিস গারশেল বলেন, ‘ফরাসিরা ইসলাম সংক্রান্ত বিষয় নিয়ে নতুন নতুন প্রশ্ন করছেন। এ বিষয়ে গণমাধ্যম থেকে পাওয়া উত্তরে সন্তুষ্ট হতে পারছেন না।’

ধর্মভিত্তিক বইয়ের অন্যতম প্রকাশক প্রতিষ্ঠান লা প্রকিউর এর কর্মকর্তা মাতিলদে মাহিউক্স বলেন, ইসলামপন্থী বর্বর গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যেভাবে ধর্মকে উপস্থাপন করতে চাইছে। তার চেয়ে ভালোভাবে ধর্মকে বুঝতে চায় লোকজন। যাতে করে তারা বিষয়টি আত্মস্থ করতে পারে। জেরুজালেম পোস্ট
০৫ এপ্রিল ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে