রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৯:৪৮

হাশরের ময়দানে ৫টি প্রশ্ন করা হবে

হাশরের ময়দানে ৫টি প্রশ্ন করা হবে

ইসলাম ডেস্ক: দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষে শুরু হবে আখিরাতের অনন্তকালের জীবন। অন্ধকার কবরে অনন্তকালের এ জীবনের পর প্রত্যেক বান্দাকে হাসরের মাঠে মহান আল্লাহ পাকের মুখোমুখি দাঁড়াতে হবে। এ সময় প্রতিটি মানুষকে ৫টি প্রশ্ন করা হবে।


এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন (হাশরের ময়দানে) বান্দা তার স্থানেই দাঁড়িয়ে থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে,
১। তোমার জীবনকাল কিরূপে অতিবাহিত করেছো?
২। তোমার জ্ঞান কি কাজে লাগিয়েছো?
৩। তোমার সম্পদ কোথা হতে অর্জন করেছো?
৪। অর্জিত সম্পদ কিসের মাধ্যমে খরচ করেছো?
৫। তোমার শরীর কিভাবে পুরানো করেছো?
(ইমাম তিরমিযী এ হাদিস নং ২৪১৭)
২৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে