রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৫:১৭

ভোলাবাসীর মানববন্ধনে উত্তাল রাজধানী

ভোলাবাসীর মানববন্ধনে উত্তাল রাজধানী

ঢাকা: মেঘনা নদীর ভাঙ্গনের হাত থেকে  দ্বীপজেলা ভোলাকে রক্ষার দাবীতে রাজধানীতে উত্তাল হয়ে উঠেছে ভোলাবাসী। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে  হাজার হাজার ভোলাবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃষ্টিকে উপেক্ষা করে এক বিশাল মানববন্ধন করেন।

দীর্ঘদিন ধরে মেঘনার কবল থেকে বাঁচাতে  ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন ভোলাবাসী। এরই অংশ হিসাবে ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটিসহ ঢাকায় অবস্থানরত ভোলার বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এদিন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে  বক্তব্য রাখেন,  ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম,  ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক শাহেদ আলী জমাদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমান বাংলাদেশ হেমায়েত উদ্দিন, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান শাহিন, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আজিউল্লাহ আরিফ। এ ছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজীব মীর প্রমুখ।

বক্তারা বলেন, মেঘনার ভয়াল ভাঙ্গনে ইলিশা ও রাজাপুরের অস্থিত্ব মহা সংকটে পড়েছে। মেঘনা গ্রাসে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, গুচ্ছগ্রাম, ফসলের ক্ষেত, কমিউনিটি ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, মৎস্য আড়ৎ এবং ফেরী ও লঞ্চঘাট বিলীন হয়ে গেছে। এখনও হুমকির মুখে রয়েছে শত শিক্ষা প্রতিষ্ঠানসহ শাহবাজপুর গ্যাস ফিল্ড।
এ সময় বক্তারা ভোলার নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।
২০ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে