রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪২:৪২

যে ১০ সাহাবী দুনিয়া থেকেই বেহেশতের সুসংবাদ পেয়ে ছিলেন

যে ১০ সাহাবী দুনিয়া থেকেই বেহেশতের সুসংবাদ পেয়ে ছিলেন

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ যুগে যুগে নবীরাসূল প্রেরণ করেছে তার বান্দাদের হিদায়াতের জন্য। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.)কে প্রেরণ করেছেন মহান আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মহানী হযরত মুহাম্মদ (স.)কে শেষ নবী এবং এক আল্লাহর উপর বিশ্বাস করে বহু কষ্ট ও যন্ত্রনাকে উপেক্ষা করে সর্বপ্রথম ইসলামের ছায়া তলে এসে যারা স্থান নিয়েছেন। সেই সকল ব্যক্তিদেরকে মহান আল্লাহ দুনিয়ায় বেহেশতের সুসংবাদ দিয়েছেন। তাদের সংখ্যা হলো ১০জন তাদেরকে বলা হয় আশ্‌শারেই মোবাশ্‌শারা বা দশজন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি।

এবং তারা হলেন:  ১) হযরত আবুবককর (রা.) ২) হযরত উমর (রা.) ৩) হযরত উসমান (রা.) ৪) হযরত আলী (রা.) ৫) হযরত তালহা (রা.) ৬) হযরত যুবায়ের (রা.) ৭) হযরত সাদ (রা.) ৮) হযরত সায়ীদ (রা.) ৯) হযরত আবু উবায়দা বিন জাররাহ (রা.) ১০) হযরত আব্দুররহমান বিন আউফ (রা.)।

আপনিয় হতে পারেন মাহান আল্লহর আদেশ কৃত কাজ গুলো পালন করে এবং নিষেধ কৃত কাজ গুলোকে পরিহার করে মহান আল্লাহর জান্নতের মেহমান। তাই আসুন সাহাবীদের চরিত্রের রংঙে নিজেদের জীবকে রাঙিয়ে জান্নাতের মেহমান হই।
২৯জুলাই, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু

 

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ যুগে যুগে নবীরাসূল প্রেরণ করেছে তার বান্দাদের হিদায়াতের জন্য। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.)কে প্রেরণ করেছেন মহান আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মহানী হযরত মুহাম্মদ (স.)কে শেষ নবী এবং এক আল্লাহর উপর বিশ্বাস করে বহু কষ্ট ও যন্ত্রনাকে উপেক্ষা করে সর্বপ্রথম ইসলামের ছায়া তলে এসে যারা স্থান নিয়েছেন। সেই সকল ব্যক্তিদেরকে মহান আল্লাহ দুনিয়ায় বেহেশতের সুসংবাদ দিয়েছেন। তাদের সংখ্যা হলো ১০জন তাদেরকে বলা হয় আশ্‌শারেই মোবাশ্‌শারা বা দশজন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি।

এবং তারা হলেন:  ১) হযরত আবুবককর (রা.) ২) হযরত উমর (রা.) ৩) হযরত উসমান (রা.) ৪) হযরত আলী (রা.) ৫) হযরত তালহা (রা.) ৬) হযরত যুবায়ের (রা.) ৭) হযরত সাদ (রা.) ৮) হযরত সায়ীদ (রা.) ৯) হযরত আবু উবায়দা বিন জাররাহ (রা.) ১০) হযরত আব্দুররহমান বিন আউফ (রা.)।

আপনিয় হতে পারেন মাহান আল্লহর আদেশ কৃত কাজ গুলো পালন করে এবং নিষেধ কৃত কাজ গুলোকে পরিহার করে মহান আল্লাহর জান্নতের মেহমান। তাই আসুন সাহাবীদের চরিত্রের রংঙে নিজেদের জীবকে রাঙিয়ে জান্নাতের মেহমান হই।
২৯জুলাই, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে