রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪২:৪৬

মনের আর্তনাদ

মনের আর্তনাদ

মন তুমি বারবার কাঁদ, কেউ দেখবে না ফিরে, কারন কি জান?

তুমি সেই ক্ষুদ্র পিপড়া যে মহা প্লাবনে বাঁচতে চায়, কোন খড়কুটো আকড়ে ধরে, তবুও পারে না স্বপ্ন রচনা করতে, চলে যায় জলের বুকে অজানা কোন খাদকের পেটে।

মন তুমি আকাশের দিকে কেন চেয়ে ঐ মেঘের পাহাড়ে সাদা কালো রঙ আঁক?
জান না?

বুঝবে কি করে, তোমার তো ঐ সাদা কালো রঙ অনেক আগেই ফুরিয়ে গেছে, কিছু শুকনো রঙ অবশিষ্ট আছে, ঐ রঙের বাক্সে, তা দিয়ে কি কাজ হবে? পারবে কি আঁকতে?
তাহলে আর হেসো না, ঐ জলের মাঝে পিপড়ার যে আর্তনাদে কাঁদা, পারলে জল থেকে বেছে নাও, সেই জল, যেটা দিয়ে শুকনো রঙ তাজা করো। পারবে কি?

না, পারলে, অপেক্ষা কর, কোন আকাশের জন্য, যে আকাশে পাবে এক ফোটা অনল জল।

কিন্তু তখন তোমার প্রতিপক্ষ থাকবে, থাকবে আকাশের রঙধনু, পারবে কি জীবনের রঙে রাঙিয়ে, হারাতে ঐ রঙধনু কে?

জানি পারবে না, কারন তোমার আকাশ তো কখনো নীল হয় নি, তাহলে কেমনে বেদনার আকাশে রঙ লাগাবে?

কেউ থাকে না পাশে,,, কেউ না,,, নিজেকেই বেছে নিতে হয়, অজানা গন্তব্য।
কবিঃ আরিফুল ইসলাম জয়
২১ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে