রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৬:৪৬

সাবধান! এখনই জেনে নিন কয়েকটি জাল হাদিস

সাবধান! এখনই জেনে নিন কয়েকটি জাল হাদিস

ইসলাম ডেস্ক: নবীজী (সা.) এর নাম ব্যবহার করে প্রচারিত হয়ে আসচে কিছু বানোয়াট হাদিস। এধরনের হাদিসের বর্ণনাকারিদের মধ্যে এক বা একাধিক জন প্রতারক এবং কুখ্যাত হাদিস জালকারি বলে স্বীকৃত। অনেক সময় বর্ণনাকারিদের নামগুলোও মিথ্যা বানানো। এছাড়াও হাদিসটি কোন স্বীকৃত হাদিস গ্রন্থে পাওয়া যায়নি। অনেক সময় এধরনের হাদিস পীর, দরবেশ, আলেমরা নিজেরাই বানিয়ে প্রচার করেছেন কোন বিশেষ স্বার্থে।

মুহাম্মাদ  ﷺ এর নামে প্রচারিত জাল হাদিস
    

যেই হাদিস বিশারদরা জাল প্রমাণ করেছেন

জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও।
    

ইবন জাওযি, ইবন হিব্বান, নাসিরুদ্দিন আলবানি

জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র।
    

আল-খাতিব আল-বাগদাদি—হিস্টরি অফ বাগদাদ

দেশপ্রেম ঈমানের অঙ্গ।
    

আস-সাগানি, নাসিরুদ্দিন আলবানি

নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সর্বোত্তম জিহাদ।
    

ইবন তাইমিয়্যাহ, ইবন বাআয।

সবুজ গাছপালা, শস্যর দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়।
    

আয-যাহাবি

আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যে তাঁর ইবাদতে ক্লান্ত, নিস্তেজ হয়ে পড়ে।
    

আদ-দারকুতনি

সুদ খাওয়ার ৭০ পর্যায়ের নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার   করা।
    

ইবন জাওযি, আল হুয়ায়নি (দুর্বল বা জাল হাদিস)

আযানের মধ্যে আঙ্গুল চুম্বন করে চোখে মোছা।
    

আস-সুয়ুতি, আলবানি

এক ঘণ্টা গভীরভাবে চিন্তা করা ৬০ বছর ইবাদতের সমান।
    
    

ইবন জাওযি

সুরা ইয়াসিন কু’রআনের হৃদয়। একবার সুরা ইয়াসিন পড়লে দশবার কু’রআন খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়।
    
    

ইবন আবি হাতিম, আলবানি

আরবদেরকে ভালোবাসো, কারণ আমি একজন আরব, কু’রআন আরবিতে নাজিল হয়েছে এবং জান্নাতের ভাষা হবে আরবি।
    

আবি হাতিম—জারহ ওয়া তাদিল

পাগড়ী পরে নামায পড়লে ১৫টি পাগড়ী ছাড়া নামায পড়ার সমান সওয়াব।
    

ইবন হাজার—লিসানুল মিজান

আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা
    

ইমাম-বুখারি

যে কু’রআন শেখানোর জন্য কোন পারিশ্রমিক নেয়, সে কু’রআন শিখিয়ে আর কোন সওয়াব পাবে না।
    

আয-যাহাবি

যে বরকতের আশায় তার ছেলের নাম মুহাম্মাদ রাখবে সে এবং তার ছেলে জান্নাত পাবে।
    

ইবন জাওযি

যে হজ্জের উদ্দেশে মক্কায় গেছে কিন্তু মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করেনি সে আমাকে অপমান করেছে।
    

আস-সাগানি, ইবন জাওযি, আশ-শাওকানি

যদি নারী জাতি না থাকতো, তাহলে আল্লাহর ﷻ যথাযথ ইবাদত হতো।
    

শেখ ফয়সাল

নারীর উপদেশ মেনে চললে অনুশোচনায় ভুগবে।
    

শেখ ফয়সাল

যে আমার (মুহম্মাদ ﷺ) কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
    

আলবানি


২৯ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে