রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৬:৫০

আমাদের একটা বাড়ি হবে

আমাদের একটা বাড়ি হবে,
তোমাকে  আর  বাড়িতে কাজ করতে হবে না ,

 আমার  মাকে আর পাওনাদার রা অপমান করবে না।

আমি  টাকা আনতে যাচ্ছি , টাকার দেশ মালেশিয়া থেকে  ।

আমার সন্তান আর অন্যের বাড়ির জানালায় টিভি দেখবে না ,

স্কুল এর ইউনিফর্ম  নাই বলে কান্না করবে না ,আমি স্বপ্নের দেশে যাচ্ছি —

এ দারীদ্রতাকে বিদায়  দিতে ।

একটা ফুটবল কিনতে চেয়েছিল ,
কতই না মেরেছি তারপর ঘরের কোনে ডুকরে কেদেছি ,

 আর নয় কান্না এবার আমার ছেলে মেসির মত মাঠ দাপাবে ,

 সাকিবের মত বিশ্ব সেরা হবে ।

এরকম একটা স্বপ্ন দেখা মিলনের লাশ মিলল থাইল্যান্ড এর জঙ্গলে ।  
আমাদের দেশ যখন সিংগাপুর হবার পথে ,
প্রধানমন্ত্রী যখন মাহাথির হতে একটু বাকী ।
ঠিক তখনই বিশ্ব মিডিয়ায় আমার ভাইদের ক্ষুধার্ত  অবয়ব ----
সোমালিয়ার কঙ্কালসার মানুষের মত ভেসে উঠে ।
কবি: শহিদুল ইসলাম রাজীব
২১ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে