রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১১:০৮

প্রথম প্রেমের কবিতা

প্রথমবার যখন প্রেমে পড়লাম
বুঝতে পারিনি আমি তখন

সব কিছু তুচ্ছ করে শুধু
আসো তুমি আমার মনভুবনে।

অকারণে, ভাবতাম শুধু
তোমায়ে নিয়ে

স্বপ্নের ডাল পালা ছড়িয়ে দিতাম
মনের ছোট্ট আকাশটাতে।

বুঝতে পারিনি তুমি---
বাস্তবে ছিলে নাকী; স্বপ্নে?

 

দ্বিতীয়বার পড়লাম যখনি তোমার প্রেমে
সব কিছু হারিয়েছি আমি এরি মধ্যে!

কারণ, নেই তখন তুমি আর
আগের মত করে।

হারাবার পর বুঝলাম আমি
প্রেম কাকে বলে?

যে দিকেই তাকাই শুধুই
বিবর্ণ লাগে।

হাহাকরে কোথায় যেনো?
অতৃপ্তির স্বাদ জাগে,

তৃষ্ণার্ত নই তবুও
কোন তৃষ্ণা লাগে?

কাটতে লাগলো ক্ষণেরা আমার
তোমায় হারাবার পড়ে,

একে একে দিন আর রাত পাড় করে
নির্বাক একা ঘরে; স্মৃতির উপড়ে ধূলোজমিয়ে।

 
এরপর আর কখনো
হয়নি পড়া--- প্রেমে

নেই তুমি যে, শূণ্য ভুবনে
কে বলো; আমায় রাঙাবে?

তোমার মত করে,
          এতোটা যতনে।

আমার সব রং নিয়ে আজ তুমি
হয়েছো সফল ভীনগ্রহী-

বির্বণ ফ্যাকাসে গায়ে
বলোতো; কোন রং লাগে?

 
অনেক দিনের পড়ে যখন হলো আবার,

তোমার আমার দেখা---
অনুভব করিনি সেই

         হারানো প্রেমটাকে!
জানি; তোমার আমার মাঝে, দাড়িয়ে আছে

শক্ত এক প্রাচীর যে।
যা ভেদ করার সামর্থ্য; নেই যে আমার,
নেই যে তোমার।

 
ভাবি আমি, যদি হয় দেখা আবার যুগ থেকে যুগান্তরে
সেই কৈশোরিক আবেগ ততদিনে চিরতরে যাবে মুছে।

সত্য হলেও নিষ্ঠুর বটে,
প্রেম বলে কিছু নেই জগতে।

আছে শুধু অভিমান আর শক্ত প্রকষ্ট প্রাচীরে গড়া

তোমার আমার মন যে।
কবি্: আঁধার মনির
৮ জুন ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে