রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৩:১৮

নাজমুন নাহার'র কবিতা 'জান্নাত'

আবারো দেয়ালগুলো ফিস ফিস করে বলে
আর কত দেরী আমাদের দিকে সমুদ্র হেঁটে আসার --
আমাদের আজন্ম তৃষ্ণা ছুটে ছুটে যায় অন্ধকারের দিকে -

সেবার সমুদ্র ছিল ফাঁকা
রমন এবং রমনী জনৈক
পাথরের ওপারে পাথর দেখে
দেখে তার বিন্দু বিন্দু ঘাম -

রূপবতী শোন- বলে যায় জাক্কুম বৃক্ষ
আমাদের এখানে খড়ের কেবিন আছে
দেশী মদের গায়ে লেগে থাকে কর্ণফুলির বিষাদ
তুমি এখানে রাত যাপন করো -
একজন আবাবিল পাখি
তোমাকে জান্নাতের হুরী বানিয়ে দেবে
তুমি কাত হয়ে আকাশ দেখো -
৬ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে