রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৫:১০

নাশিদা খান চৌধুরীর কবিতা ‌'হন্তারিকা'

নাশিদা খান চৌধুরীর কবিতা ‌'হন্তারিকা'

শরীর ডাকে খুব অভ্যস্থতায় ;
অথচ প্রেম চেয়ে চিনে নিয়েছি হতভাগ্য !

রাত বাড়লেই চাড়া দিয়ে ওঠে প্রতারণার স্বর ,
তিল তিল করে পুড়তে পুড়তে
কয়লার কালো ।

খুঁজতে চাইনি কখনও,
তবুও বুঝেছি যে জিনিষটা ধুকপুক করে,
স্পষ্ট বুঝিয়েছিলে তার ওপরে খানিকটা আহ্লাদ,
অমৃতাধার - সূর্য ওঠা মাংস ।

রাত বাড়ে, ত্বক জ্বলে,
মন চিরে চৌচির হয় !
ঝলসে ওঠা যত সব প্রহর একাগ্রতায় মৌন ।

সম্পূরকতার সূত্রে পায়ে পায়ে বিরোধ বেধে
সময় দিয়েছিল দিগ্বিজয়ীর হাসি !
কিন্তু কী অদ্ভূতভাবে কখনও ত্বক ভাবেনি, মনও না !
ভাবেনি ভোরের কথকতাটিও !

কোন এক মাঝবয়সী ভোরে
হঠাৎ খুঁজে পাওয়া হারানো গানের কলি
দূর্বল সময় হাত টেনে চিনিয়ে দিয়েছিলো -

'ভালোবাসা কতটা স্পর্শকাতর !'
৫জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে