রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৬:৩৪

দোয়াটি আমল করলে মাফ হবে জীবনের সকল সগীরা গুনাহ

দোয়াটি আমল করলে মাফ হবে জীবনের সকল সগীরা গুনাহ

ইসলাম ডেস্ক: গুনাহ বা পাপ দুই ধরণের। একটি হলো কবিরা গুনাহ অন্যটি সগীরা গুনাহ। মহান আল্লাহ তা’য়ালা কবিরা গুনাহ হয়ত কখনোই মাফ করবেন না। তবে সগীরা গুনাহ মাফ করবেন। অবশ্য সগীরা গুনাহ থেকে মুক্তি পেতে হলে নির্দিষ্ট কিছু আমল করতে হবে। সগীরা ‍গুনাহ মাফের জন্য অনেকগুলো আমলের মধ্যে একটি আমল সম্পর্কে জেনে নিন।

সহিহ বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১]
২৪ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে