রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২০:২৮

সুরা হাশরের শেষ তিন আয়াত ও ফজিলত

ইসলাম ডেস্ক: সুরা হাশরের শেষ তিন আয়াত :“হু আল্লা হুল্লাজী লা (আ) ইলাহা ইল্লা হু।আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়াররাহমানুর রাহীম।হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল ম্যু মিনুলমুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির।ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন।হু আল্লাহুল খালেকুল বারিয়্যুলমুছাও রেলাহুল আছমা(আ)উল হুছনা। ইউছাব্বিহু লাহু মা ফিছ ছামা ওয়াতি ওয়ালআরদ্ ওয়া হুয়াল আজীজুল হাকীম।“
বি.দ্র. সঠিক উচ্চারণের জন্য আলকোরআন দেখে শিখে নিবেন।

ফজিলত :
যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িলআলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠকরার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াতপাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০হাজার ফেরেশতা নিযুক্তকরে দিবেন, তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীরজন্য রহমতের দোয়া করবে। যেদিন এইআয়াত তিনটি পাঠ করিবে সেদিনপাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিলকরিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠকরিবে সেও একই মর্তবা লাভ করিবে। (তিরমিজী)
২৪ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে