রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৩:৪১

‘মেয়েরা মানুষ চিনতে ভুল করে’

‘মেয়েরা মানুষ চিনতে ভুল করে’

পাঠকই লেখক ডেস্ক : বান্ধবী গতকাল ১১বার কল দিয়েছে। কিন্তু মোবাইল হাতে থাকা সত্তেও একবারও রিসিভ করি নাই। কারন এ বান্ধবি সমস্যায় পড়লেই ডিরেক্ট ফোন দেয় আর বাদ বাকি সময় মিসকল দিয়া জ্বালায়..

জাভা মোবাইল দিয়া সারাদিন চ্যাট অফ কইরা ফেবু গুতাইছি। সুতরাং ধরা খাওয়ার উপায় নাই। রাতে যখন এন্ড্রয়েড হাতে নিয়া ফেবু গুতাইলাম তখনই ঘটে বিপত্তি।

ভাইবারে চ্যাটে পেয়েই বান্ধবী নক করছে..
কিরে ফোন রিসিভ করলি না কেন?
ঢুক গিলিয়া ৫ মিনিট পরে কহিলাম. আসলে সারাদিন খুব বিজি ছিলাম, তাই..
হু হইছে হইছে. চাপা মারিস না.
আচ্ছা ঠিক আছে। চাপা মারছি। এবার বল কি সমস্যা?
আল্লাহ তুই বুঝলি কেমনে আমি সমস্যায় পড়ছি? দেখ দেখ কত মোহাব্বত আমাদের ভেতরে! সমস্যায় পড়লে আর তোকে বলতে হয় না। তুই এমনিতেই বুঝে যাস..
 হিহি. তুই যখন মিসকল না দিয়া ডিরেক্ট কল দিস তখনই বুঝতে পারি তুই কোন প্রবলেমে পড়ছস. থাক রাগ করিস না জানু। এবার বল তোর সমস্যা কী?
কাল আমার কাবিন। ছেলে দেখতে এসেই পছন্দ করে ফেলছে.. শালায় একটা চরম পিস। টেড়া হইয়া বইসা ছিলাম তারপরও পছন্দ করছে..
হিহি কি বলিস? তাহলে তো মজাই। তোর বিয়াতে খুব মজা করতে পারমু..
ধুর ফাজলামু করিস না। যাকে পছন্দ করি তাকে না পাইলে এই লাইফের মূল্য কি?
তাও ঠিক। আমার কি করতে হবে বল?
কাল আমারে নিয়া পালাবি।
তোর মাথা ঠিক আছে?
হু.. আমার জন্য এইটুকু করতে পারবি না?
হ্যা পারব। তো কোথায় উঠবি চিন্তা করছস কিছু?
না। তুই যেখানে নিয়া যাস..
কি কস? সত্যি তো?
হুম

আহ মেয়ে কি বলে..! এই তো চান্স। সেই পিচ্চি কাল থেইকা পছন্দ করি। কিন্তু এত দিনে একবার বলার চান্স পাইছিলাম। বলার সাথে সাথে একটা থাপ্পরও খাইছিলাম.. আজ কি না সেই মেয়ে..? যাকগা ভাগ্যে থাকলে কে ঠেকায়?

আচ্ছা কাল কখন বের হবি?
ভোরে। তুই রেডি থাকিস.. আর আমি একটু পরে তোকে ফোন করে সব কিছু বলব। কিভাবে কি করতে হবে..!
অকা

রাত ১২টা পর্যন্ত ব্যাগ গুছাইলাম। ছোট প্যান্ট থেইকা শুরু কইরা সব কিছুই নিলাম। শ্যাম্পু, পেস্ট,তেল, সাবান.. প্যাকেট করলাম

মা জিজ্ঞেস করল.. কই যাবি বাপ?

কক্সবাজার যামু মা। বন্ধুগো লগে পিকনিকে যামু.. [মনে মনে কইলাম তোমার নাত-নাত্নির লেইগা ফিডার প্যাম্পাস কিইনা রাখো মা। কাল হানিমুনে যাইতাছি ]

অপেক্ষার সময় যেন কাটে না। রাত ১টা বাজে। বান্ধবী ফোন দিছে। আমি আনন্দে আত্মহারা।

কিরে প্লান করছস?
হুম। মা'কেও বলে রেখেছি। কিছুদিনের জন্য কক্সবাজার যাচ্ছি..
হু গুড বয়.. আচ্ছা শোন কালকের প্লান হইল তুই আর আমি ফার্স্ট কুমিল্লা কোর্ট বাড়ি যাব। সেখানে যদি রাফসানকে না পাই তাহলে সরাসরি ওদের বাড়িতে চলে যাব..
রাফসান কে?
কেন আমার বয়ফ্রেন্ড! দু-দিন ধরে ওর ফোন সুইচ অফ। কোন প্রকার যোগাযোগ করতে পারছিলাম না। তাই তো তোকে একটু হেল্প করতে বললাম...
স্যরি দোস্ত আমি আন্টি আংকেলকে কষ্ট দিতে পারমু না। ওনারা আমাকে খুব বিশ্বাস করে। তাদের বিশ্বাস ভাঙ্গতে পারমু না।
প্লিজ তুই এমন করিস না প্লিজ..

টুট টুট টুট... রাখ তোর প্লিজ। তোর প্লিজরে হেন তেন

বান্ধবীরা সব সময় এক লাইন বেশি বুঝে.. মানুষ চিনতেও ভুল করে

লেখক : হোসেন মোহাম্মদ পলাশ

২৪ মার্চ ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে